
প্রথম টি-২০ ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শনিবার ডাম্বুলার রাঙগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানের মাথায় দুই ওপেনার পারভেজ ইমন (০) ও তানজিদ তামিম (৫) দ্রুত ফিরে যান। তবে সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজন গড়েন ৬৯ রানের জুটি।
তাওহীদ হৃদয় ২৫ বলে ৩১ রান করে বিদায় নিলেও ব্যাকফুটে থাকা লিটন দাস তুলে নেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রান, যেখানে ছিল ৫টি ছক্কা ও একটি চার। অন্যদিকে, শামীম হোসেনের ঝড়ো ইনিংসও বড় পার্থক্য গড়ে দেয়। ২৭ বলে ৪৮ রান করেন তিনি, মারেন ৫টি ছক্কা ও ২টি চার।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৮ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপ। স্পিনার রিশাদ হোসেন ও পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
এই বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে জয়ী দলই হয়ে উঠবে সিরিজের চ্যাম্পিয়ন।