
সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে বড়শলা বাইপাস পয়েন্ট এলাকায় ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ তার সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) থামানোর জন্য সংকেত দেন। কিন্তু ট্রাকটি সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে শহরের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়া ও তার দল আম্বরখানা ফাঁড়ির সামনে ব্যারিকেড স্থাপন করলে ট্রাকটি মজুমদারী আবাসিক এলাকায় প্রবেশ করে এবং চালকসহ সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং একটি পরিত্যক্ত অবস্থায় থাকা ট্রাক উদ্ধার করে।


আটককৃত পণ্যের তালিকা:
- চোরাচালানে ব্যবহৃত একটি হলুদ রঙের হাইড্রোলিক ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০), ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট
- ৪৫,৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, আনুমানিক মূল্য: ৯,০৭,২০০/- টাকা
- ৯৬,০০০ পিস ভারতীয় জিলেট ব্লেড, আনুমানিক মূল্য: ৪,৮০,০০০/- টাকা
সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।