
সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে চলমান যৌথ চেকপোস্টে ভারতীয় তৈরি বেবি লোশন ও মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
দুপুর ১২:৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় জনসন বেবি লোশন সহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন:
- রাজু দাস (২৬), পিতা-সুধন দাস, ব্রাহ্মণগাও, সুনামগঞ্জ।
- রাবেল চৌধুরী (২৫), পিতা-গিয়াস উদ্দিন চৌধুরী, বেতাউকা, সুনামগঞ্জ।
দুপুর ১:২০ ঘটিকায় একই স্থানে আরেকটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় রয়্যাল স্টেজ হুইস্কি সহ একজনকে আটক করা হয়। তিনি হলেন:
- টিটন পাল (২৫), পিতা-হারাধন পাল, বেহেলি, সুনামগঞ্জ।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম দুই আসামীর ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনে, এবং টিটন পালের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান।
পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে দেশে নিষিদ্ধ বা কর ফাঁকি দিয়ে আনা পণ্য আটক করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে।