
সাম্প্রতিক বন্যায় প্লাবিত সিলেট অঞ্চলের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (০৪ জুন ২০২৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নে একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।
টানা ভারী বর্ষণের ফলে নবীগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে। এতে স্থানীয় বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগলবাগ ইউনিয়নের একটি বিদ্যালয়ে আশ্রয় নেন। বানিয়াচং, হবিগঞ্জে অবস্থিত আর্মি ক্যাম্প থেকে সেনা সদস্যরা আজ সকালে সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার পৌঁছে দেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, এই দুর্যোগময় পরিস্থিতি কেটে না যাওয়া পর্যন্ত তারা দুর্গত মানুষের পাশে থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জাতীয় সংকটে তারা সর্বদা প্রস্তুত থাকেন।
এমন মানবিক উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর সহযোগিতাকে তাদের সাহস ও আশার প্রতীক হিসেবে দেখছেন।