নুরের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

নুরের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই নেক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ও সুপ্রিম কোর্ট বার ইউনিটের উদ্যোগে এই সমাবেশ হয়।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকীর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, জুলাই বিপ্লবের একজন মহানায়কের ওপর প্রকাশ্যে হামলা গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জুডিসিয়াল সংস্কার কমিটির সদস্য সচিব ব্যারিস্টার ওমর ফারুক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট এবিএম রফিকুল ইসলাম রাজা, গণসংহতি আইনজীবী আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *