সুন্দরবন থেকে ছয় জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা

সুন্দরবন থেকে ছয় জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় জলদস্যুরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদী ও বৈকেরি নদীর হরিণটানা খাল থেকে একে একে তাদের তুলে নেয় দস্যুরা।

অপহৃতদের মধ্যে কালিঞ্চি গ্রামের রাশিদুল ইসলাম (৩৫) ও টেংরাখালী গ্রামের আতাউর রহমান (৩২) নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য চারজনও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সহযোগী জেলেরা জানিয়েছেন, নয় সদস্যের এই দস্যু দলটি ভারতীয় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। নৌকা মালিক মোশারফ হোসেন দাবি করেছেন, দস্যুরা নিজেদের ‘কাজল-মুন্না বাহিনী’ হিসেবে পরিচয় দিয়েছে। এই বাহিনীর কিছু সদস্য সম্প্রতি পুলিশের কাছে মুক্তিপণের টাকা ভারতে পাঠানোর কথা স্বীকার করেছিল।

অপহরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শতাধিক গ্রামবাসী পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়। শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গেলেও পরে ফিরে এসেছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, তারা ঘটনার বিষয়ে কিছু জানতে পারেননি। অপহৃতদের দ্রুত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *