
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকায় মরিচক্ষেতে একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর একটি দল গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে।
বৃহস্পতিবার দুপুরে জমির মালিক সাব্বির আহমদ গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিষয়টি সেনাবাহিনীর কাছে জানালে শুক্রবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।
স্থানীয়রা জানান, প্রথমে একজন কৃষক কাজের সময় গ্রেনেডটি দেখতে পান। পরে বিষয়টি জানালে তারা বুঝতে পারেন এটি একটি সক্রিয় গ্রেনেড এবং দ্রুত প্রশাসনকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়।
সেনাবাহিনীর সদস্যরা গ্রেনেডটি পরীক্ষা করে নিশ্চিত হন এটি K36 বা M36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড। নিরাপদ দূরত্বে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মুখলেছুর রহমান জানান, দ্রুত পুলিশের জানানোয় সেনাবাহিনী এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।
শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, “এই মডেলের গ্রেনেড দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি মাটির নিচে পড়ে ছিলো অথবা অন্য কোথাও থেকে আনা হয়েছে।”