সুজানগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার

সুজানগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার

পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই ঘটনার প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি কেন্দ্রীয়ভাবে ১০ নেতাকে বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান।

বহিষ্কৃতদের তালিকা:
১. আব্দুর রউফ শেখ – সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব
২. শেখ কাউছার – ছাত্রদল নেতা
৩. মনজেদ শেখ – যুবদল নেতা
৪. মজিবর খাঁ – সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
৫. কামাল শেখ – উপজেলা বিএনপির সাবেক সদস্য
৬. মানিক খাঁ – পৌর যুবদল সদস্য
৭. শাকিল খাঁ – এনএ কলেজ শাখার সভাপতি
৮. রুহুল খাঁ – পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি
৯. লেবু খাঁ – বিএনপি কর্মী
১০. হালিম শেখ – যুবদল কর্মী

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংঘর্ষে জড়িত মোলায়েম খা ও সুরুজসহ কিছু ব্যক্তি বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নন। দলীয় সম্পর্ক নেই এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখলেও কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

সংঘর্ষের পেছনের ঘটনা
৮ জুলাই মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা কাউছার আশিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এরপর পরদিন ৯ জুলাই সিনেমা হলের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, মারধর ও ছুরিকাঘাত হয়। একপর্যায়ে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় এবং গোলাগুলিও ঘটে। ঘটনায় সদস্য সচিব রউফ শেখসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসনের অবস্থান
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বা মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলীয় প্রতিক্রিয়া
উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান বলেন, “কেন্দ্র বহিষ্কার করেছে। তবে গুরুতর আহত রউফ শেখকে বহিষ্কার করাটা দুঃখজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *