এসএসসি পরীক্ষার উত্তরপত্রে দায়িত্বহীনতা, কালোতালিকাভুক্ত ৭১ শিক্ষক

এসএসসি পরীক্ষার উত্তরপত্রে দায়িত্বহীনতা, কালোতালিকাভুক্ত ৭১ শিক্ষক

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ঘটনায় মোট ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালোতালিকাভুক্ত করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ শিক্ষকেরা আগামী পাঁচ বছরের মধ্যে কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ই-এফটি থেকে তাদের নাম কর্তন করে বোর্ডকে অবহিত করতে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী কালোতালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মানিকগঞ্জসহ একাধিক জেলার শিক্ষক। বিষয়ভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষক অবহেলার কারণে কালোতালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে।

এ ছাড়া বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, শাস্তিপ্রাপ্তদের মধ্যে কেউ সহকারী শিক্ষক, আবার কেউ প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *