
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশের পরিকল্পনা করছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করার নিয়ম অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, ২০২৫ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে নির্ধারিত সময়েই। এ বছর প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান রয়েছে এবং অনেক পরীক্ষক ইতোমধ্যে উত্তরপত্র বোর্ডে পাঠাতে শুরু করেছেন।
তবে এখনও সব উত্তরপত্র হাতে না আসায় ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। অধ্যাপক এহসানুল কবির জানান, নম্বর এন্ট্রি ও অন্যান্য প্রযুক্তিগত কাজ শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ জানানো হবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।