শ্রমিকরাই জাতীয় অগ্রগতির চালিকাশক্তি — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশের অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের অর্থনীতির গতি নির্ভর করছে শ্রমিকদের নিরলস পরিশ্রমের উপর। তিনি বলেন, “শ্রমিকরাই জাতীয় অগ্রগতির চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান বাহক। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

আজ সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শ্রম আইন সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শহিদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সরকার পরিবর্তনের ফলে শহিদ পরিবার কিছুটা আশাবাদী হলেও তাদের অন্তরের বেদনা এখনো প্রশমিত হয়নি। এসব পরিবারের পাশে দাঁড়ানো সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় গোদ্দার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং ব্রেকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সমাবেশের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতা, মালিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

3 thoughts on “শ্রমিকরাই জাতীয় অগ্রগতির চালিকাশক্তি — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *