
এশিয়া কাপে সেমিফাইনালের আশা এখনো টিকে রয়েছে বাংলাদেশের। গতকাল মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের শ্বাসরুদ্ধকর জয়ে টাইগাররা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে। তবে তাদের ভাগ্য এখন নিজেদের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবিতেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান, আর এই ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে বাংলাদেশের সেমিফাইনালের ভবিষ্যৎ।
বর্তমানে পয়েন্ট টেবিলে ২ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট ৪ এবং ৩ ম্যাচ শেষে ২ জয়ে বাংলাদেশের পয়েন্টও ৪। বাংলাদেশ রয়েছে দুইয়ে। তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট ২, আর হংকং কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে।
সহজ সমীকরণ অনুযায়ী, শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে লঙ্কানরা শীর্ষে থেকে সেমিতে উঠবে এবং রশিদ খানদের বিদায় নিশ্চিত হবে। যদি কোনো কারণে ম্যাচটি পরিত্যক্তও হয়, তাহলেও সেমির দুয়ার খুলে যাবে টাইগারদের জন্য।
তবে যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে পড়বে। সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে নেট রানরেটের হিসাবে।
বর্তমানে নেট রানরেটে সবচেয়ে এগিয়ে আছে আফগানিস্তান (২.১৫০), এরপর শ্রীলঙ্কা (১.৫৪৬) এবং সবশেষে বাংলাদেশ (-০.২৭০)। অর্থাৎ, ছোট কোনো ব্যবধানে জিতলেও আফগানরা শেষ চারে পৌঁছে যাবে।
যদি আফগানিস্তান জিতেই যায়, তবে বাংলাদেশকে সেমিতে যেতে হলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারতে হবে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে, তাহলে অন্তত ৬৫ রানের ব্যবধানে লঙ্কানদের হারাতে হবে। আর যদি পরে ব্যাটিং করে, তবে অন্তত ৫০ বল হাতে রেখে জিততে হবে। এমনটা না হলে শ্রীলঙ্কা হারলেও সেমিতে আর খেলা হবে না টাইগারদের।