
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এলজিইডি’র সড়ক ও সেতুর তিনটি প্রকল্পের ৩৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। অভিযানকালে দুদক কর্মকর্তারা প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করেছেন।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা ইউনিয়নের মাদ্রাসা হাট-চিংগুড়িয়া-কলোনি বাজার সড়কে ৩০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ না করেই এর অর্থ আত্মসাৎ করা হয়েছে, যার প্রাথমিক সত্যতা মিলেছে।
সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে দুদক জানিয়েছে।