
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ সরকারি সফরে চীন গমন করেছেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
চীন সফরকালে সেনাবাহিনী প্রধান দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।
সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন।