সরকারি চাকরির নামে প্রতারণা, মূল আসামি সিআইডির হাতে গ্রেফতার

সরকারি চাকরির নামে প্রতারণা, মূল আসামি সিআইডির হাতে গ্রেফতার

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার প্রতারণার মামলায় অবশেষে ধরা পড়লেন দীর্ঘদিন পলাতক গোলাম আহমেদ সাব্বির (৫৭)। শনিবার (২৫ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি রংপুর মেট্রো এন্ড জেলা পুলিশের বিশেষ টিম। অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ সহযোগিতা করে।

মামলার অভিযোগে জানা যায়, সাব্বির নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলীর কাছ থেকে মোট ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে নগদ ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা তার নামে খোলা আল-আরাফা ইসলামী ব্যাংকের একাউন্টে জমা হয়। টাকা নেয়ার পর তিনি ভুক্তভোগীদের কাছে ভুয়া নিয়োগপত্র দেন।

ভুক্তভোগী আব্দুস সালামকে সিলেটে উপ-খাদ্য পরিদর্শক এবং রায়হান আলীকে খুলনায় সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র সরবরাহ করা হয়। তবে তারা যোগদানের চেষ্টা করলে নিয়োগপত্র জাল প্রমাণিত হয়। এ ঘটনায় প্রতারিতরা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় মামলা দায়ের করেন (এফআইআর নং-২৪, তারিখ: ১১/১/২০২২, জি.আর নং-৬৮১/২২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০)।

তদন্তে জানা যায়, সাব্বিরের কোনো স্থায়ী ঠিকানা নেই। পূর্বে রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে তার পৈতৃক বাড়ি থাকলেও প্রায় ২৫-৩০ বছর আগে সেখান থেকে পরিবারসহ সরে আসেন। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং বারবার ঠিকানা পরিবর্তন করছিলেন। অবশেষে সিআইডির বিশেষ অভিযানে তার গ্রেফতার সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *