মোঃশামছুল হক শামীম, নোয়াখালী জেলা প্রতিনিধি, দেশবার্তা ।


নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার বাট্টা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফনুল উলুম মাদ্রাসায় নাজিম উদ্দিন (১৩) নামের হেফজ বিভাগের এক ছাত্রকে ঘুমন্ত অবস্থায় গতরাতে জ/বাই করে হ/ত্যা করেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সহযোগীতায় ঘটনায় জড়িত আরেক ছাত্র আবু সাঈদকে (১৬) একটি ছো/রাসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে। তুচ্ছ ঘটনা নিয়ে এমন ঘটনা ঘটে।