
সচিবালয়ের সামনে সংঘটিত লাঠিচার্জের ঘটনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা সচিবালয়ের অভ্যন্তরে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এই অবস্থায় পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা সেখান থেকে বেরিয়ে যান। লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় বলে শুনা যায়।
লাঠিচার্জের ফলে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ে এবং পরে তারা গুলিস্তান, জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।