রাজধানীর খিলক্ষেত এলাকায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাবেক সেনা সদস্য মো. নাইমুল ইসলামকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক নাইমুল কিছু সময় ধরে সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন সদস্যের সঙ্গে মিলে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।
আইএসপিআর জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে তিনি সামাজিক মাধ্যমে উত্তেজনাকর বক্তব্য ছড়িয়ে সেনানিবাস সংলগ্ন এলাকায় বিক্ষোভের ডাক দিয়ে আসছিলেন। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে অস্থিতিশীলতা সৃষ্টি করা।
শনিবার (১৭ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় তার অবস্থান শনাক্ত হলে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। অভিযোগ রয়েছে, তখন নাইমুল এবং তার সহযোগীরা উপস্থিত সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়।
অবস্থা বেগতিক দেখে কাছাকাছি অবস্থানরত একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে আটক করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নাইমুল অতীতে সেনাবাহিনীর শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে বরখাস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন এবং অবৈধ দাবি সংক্রান্ত অভিযোগও রয়েছে।
ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সেনাবাহিনী জানিয়েছে।