
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ভুল স্বীকার করেছেন ইসলামি বক্তা আমির হামজা। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন, আমি মূলত বলতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে গত ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি, কিন্তু সেটা আমি ভুলে মুহসিন হল বলে ফেলেছি।
আমির হামজা বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে আজান দিতে দেওয়া হয়নি এটা সত্য, তবে মুহসিন হলের বিষয়টা আমার স্লিপ অফ টাং হয়েছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই ভুলের জন্য অনেকে তার বাবা-মা তুলে গালিগালাজ করেছে।