বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত রায় আজ ঘোষিত হতে যাচ্ছে। হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে এই রায় দেওয়া হবে।
রাষ্ট্রের পক্ষ থেকে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু এবং শামীমা দিপ্তি। অন্যদিকে, আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।
ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ৩১ জুলাই, কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে। পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ঘটনার পাঁচ দিন পর, তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে মামলা দায়ের করেন।
র্যাব তদন্ত শেষে ১৩ ডিসেম্বর, ২০২০ সালে আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। এতে হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করা হয়।
পরবর্তী পর্যায়ে, ২০২২ সালের ৩১ জানুয়ারি জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই মামলার রায় দেন। তাতে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, এবং আরও কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য সাত আসামিকে খালাস দেওয়া হয়।
এই রায় হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয় এবং কারাগারে থাকা দণ্ডপ্রাপ্তরা আপিল করেন। আজকের রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হতে চলেছে।