চট্টগ্রামে গায়েবানা জানাজা, শিক্ষার্থীদের দাবি— সরকারের ‘অকাল মৃত্যু’ ঘটেছে

চট্টগ্রামে গায়েবানা জানাজা, শিক্ষার্থীদের দাবি— সরকারের ‘অকাল মৃত্যু’ ঘটেছে

রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি উপেক্ষিত হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের গায়েবানা জানাজা পড়েছেন। বুধবার মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় শিক্ষার্থীরা এই জানাজা আদায় করেন।

জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেন তারা। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তিন দফা যৌক্তিক দাবি উপেক্ষা করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ আসেনি। বরং বুয়েট শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে, যা সরকারের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। এ কারণেই তারা সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে গায়েবানা জানাজা পড়তে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ ব্যবহার করা যাবে না।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

পূর্ববর্তী আন্দোলন

চুয়েট ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। এ ছাড়া তারা সড়ক অবরোধ, ব্লকেড কর্মসূচি ও ডিসি অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ মঙ্গলবার (২৬ আগস্ট) তারা অবস্থান কর্মসূচি শেষ করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *