
রাজধানীর শ্যামপুরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামপুর মডেল থানার কর্মকর্তারা জানান, আজ ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় অভিযান চালিয়ে এই কর্মীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যুবলীগ নেতা পরিচয়ধারী শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে দুজন ব্যক্তি নাশকতার পরিকল্পনায় একটি বাসে আগুন লাগাতে যাচ্ছে। দ্রুত অভিযানে গেলে পুলিশ সিয়ামকে ঘটনাস্থল থেকে ধরে ফেলে, তবে অপরজন—রাফসান—পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে, সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তার সঙ্গী রাফসানও একই সংগঠনের সদস্য। তারা উভয়ে মিলে শ্যামপুর এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল।
শ্যামপুর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক রাফসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।