ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, যা দ্রুত ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে।
রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিরপুর, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট আগুন নেভাতে অংশ নিয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।