শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় খেলনার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে স্বাধীন মোল্লা (২২) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে সখিপুরের আরশীনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত স্বাধীন মোল্লা চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকার বাসিন্দা। তিনি সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান বেপারীর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি খেলনার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দাদি বাড়ির পাশে একটি আম বাগানে রক্তাক্ত অবস্থায় নাতিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত স্বাধীন মোল্লাকে ঘটনাস্থলে দেখতে পান। তবে তাকে আটক করা সম্ভব হয়নি, তিনি পালিয়ে যান।
পরে শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে এবং অভিযান চালিয়ে রাতেই স্বাধীন মোল্লাকে গ্রেপ্তার করে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।