শোকজ সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম

শোকজ সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম

আদালত অবমাননার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এই শোকজ জারি করেন। জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য: গত বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও স্কুলটির গভর্নিং বডির সভাপতি সারোয়ার আলমের সই করা চিঠিতে ওই দুই শিক্ষককে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়েছে, সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন যথাযথ কর্তৃপক্ষের নিয়োগপত্র ছাড়াই জোর করে নিজেদের ভাইস প্রিন্সিপাল পদে বসিয়েছেন। তারা নিজেদের পদবি হালনাগাদ করা এবং প্রচারের জন্য স্থানীয় পত্রিকায় প্রেস রিলিজও দিয়েছেন, যা স্কুলের নিয়মবিরোধী। এটি স্কুলের কর্মপরিবেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, তিনি শোকজের বিষয়টি শুনেছেন, তবে এখনো কোনো অফিসিয়াল আদেশ হাতে পাননি।

এর আগে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্কুলের দুজন শিক্ষক নিজেদের উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্বে নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *