
দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে ১৭ বছর বয়সে শহীদ হওয়া আনাসের স্মৃতিতে গেন্ডারিয়ার ধোপখোলা মাঠ সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ আনাস সড়ক’ নামে। আজ এই নামফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৭ বছর বয়সে স্বাধীনতার জন্য লড়াইয়ে নামার আগে বাবা-মায়ের উদ্দেশে লেখা চিঠিতে আনাস বলেছিলেন, “মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ।” তাঁর এই আত্মত্যাগ আজও দেশপ্রেমিকদের হৃদয়ে অনুপ্রেরণা হিসেবে অমর রয়েছে।
উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, “জনগণের ট্যাক্সের অর্থে বেতন পাওয়া কোন বাহিনীর হাতে যেনো আর কারো জীবন না যায়, সে জন্য সঠিক বিচার ও কাঠামোগত সংস্কার করা হবে।”
সরকার তরুণ শহীদদের সম্মান জানাতে এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায্য ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে।