শিশু পর্নোগ্রাফি প্রস্তুত ও প্রচারের অভিযোগে গাজীপুরে এক ব্যক্তি গ্রেফতার

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও তৈরি, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে গাজীপুর থেকে মো. এখলাছ আলী (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টঙ্গী পূর্ব থানার পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির সূত্রে জানা যায়, Interpol-এর Crime Against Children Unit-এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে National Central Bureau (NCB), Dhaka–এর মাধ্যমে বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে। এরপর সিআইডির সাইবার মনিটরিং টিম অভিযুক্তকে প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করে।

গ্রেফতারকৃত এখলাছ আলীর স্থায়ী ঠিকানা নাটোর জেলার লালপুর থানার কামারহাতি গ্রামে। তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তদন্তে উঠে আসে, তিনি টেলিগ্রামসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও সংগ্রহ করতেন এবং সেগুলো সংরক্ষণ ও প্রচার করতেন। ১ জুন ২০২৫ তারিখে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তার অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে এবং একটি স্মার্টফোনসহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত ফোনে একাধিক শিশু পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখলাছ আলী তার অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৫)(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ০২, তারিখ- ০২/০৬/২০২৫)। বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *