শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুলিশের শ্রদ্ধা

শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুলিশের শ্রদ্ধা

মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের প্রতীক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।

গতকাল ২৩ জুলাই (বুধবার), তিনি জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে চিরনিদ্রায় শায়িত শিক্ষিকার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষিকা মেহরীন চৌধুরী কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে যে সাহসিকতা ও মানবিকতার নিদর্শন স্থাপন করেছেন, তা দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *