চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদরাসার আলিম শিক্ষার্থীদের নবীনবরণ সবক ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদরাসার আলিম শিক্ষার্থীদের নবীনবরণ সবক ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুর সদর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আজীবন দাতা সদস্য,শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খাঁন। এসময় তিনি বলেন, একটা সময় ছাত্র-ছাত্রীদেরকে এভাবে বরণ করে নেয়া হত না। বর্তমানে শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তোমরাই দেশের ভবিষ্যৎ এই সময়টাতেই তোমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ছে ণ্য গ্রহণ করতে হবে। নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তোলে দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দিবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট আব্দুল কাদের খান, চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদ্রাসার সদস্য ও বিশিষ্ট সমাজসেবক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী, চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপতিত্বে ও প্রভাষক এস এম আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান শাহীন, মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ সালাহউদ্দিন চাঁদপুরি। এসময় চান্দ্রা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম মিন্টু শেখ, ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক ফয়েজ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
সালেহা ওয়াদুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত খ্যাতিকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ , ২০২৫- ২৬ সেশনের আলিম প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের কে পাঠ্য বই উপহার দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *