চবিতে শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ, আহত ৬০, পরীক্ষা স্থগিত

চবিতে শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ, আহত ৬০, পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ২১ জনের বেশি শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে চবি মেডিকেলের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের আনা হলে সেখানে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়া অন্তত তিনজনকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানান আহতদের নিয়ে যাওয়া এক শিক্ষার্থী দিপায়ন দেব। তাদের মধ্যে ছাত্র মজলিশের নেতা সাকিব মাহমুদ রুমিও রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আপাতত শঙ্কামুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে স্পোর্টস সায়েন্স, সাংবাদিকতা, হিসাববিজ্ঞান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আরবি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। তাদের বেশিরভাগের শরীরেই কাটা-ছেঁড়া ও থেতলে যাওয়ার চিহ্ন আছে।

পরীক্ষা স্থগিত এবং ঘটনার সূত্রপাত

সংঘর্ষের জেরে রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত হয় ২ নম্বর গেটে এক ছাত্রী তার মেসে ফিরতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি থেকে। একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা একত্রিত হলে এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এক ছাত্রী অভিযোগ করেন, দারোয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। পরে তার রুমমেট ও স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *