কওমি শিক্ষা বোর্ডের নেতারা শিক্ষা উপদেষ্টার কাছে সনদ স্বীকৃতি কার্যকর করার অনুরোধ

কওমি শিক্ষা বোর্ডের নেতারা শিক্ষা উপদেষ্টার কাছে সনদ স্বীকৃতি কার্যকর করার অনুরোধ

কওমি মাদ্রাসার স্বীকৃত দাওরায়ে হাদিস সনদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আজ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল। মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার কাছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে দাওরায়ে হাদিস সনদের স্বীকৃতি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিশেষ করে সরকারি-বেসরকারি চাকরিতে, ইসলামিক ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্রসমূহে, এবং বিভিন্ন মসজিদের ইমাম-খতিব পদে নিয়োগের ক্ষেত্রে কওমি সনদধারীদের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

প্রতিনিধিদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি আলেমরা নীতিবান ও দেশপ্রেমিক। তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দেশ উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে সনদধারীদের নিয়োগে ইতিবাচক অবস্থানের কথা জানান।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সকল প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রতিনিধি দলে ছিলেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমি শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচরের দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী এবং বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানীসহ কওমি অঙ্গনের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *