মাইলস্টোন দুর্ঘটনা: শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

মাইলস্টোন দুর্ঘটনা: শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় দেশের শিক্ষা খাতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল পরিদর্শনে যান। সেখানে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। শিক্ষার্থীরা ছয় দফা দাবি উপস্থাপন করলে আইন উপদেষ্টা তা মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তাতেও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি।

বেলা সাড়ে তিনটার দিকে উপদেষ্টারা যখন স্কুল এলাকা ত্যাগ করেন, তখন দিয়াবাড়ি মোড়ে পুনরায় বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তাঁরা আবার মাইলস্টোন স্কুলের ভেতরে অবস্থান নেন। বাইরে তখন শত শত শিক্ষার্থী উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

একই সময় রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সামনের সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *