
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ এবং কবি জসীমউদদীন হল ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম ফরহাদ হোসাইন একই ব্যক্তি নন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে ফরহাদ হোসাইন একটি ভিডিও বার্তা প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করেছেন।
ভিডিও বার্তায় এস এম ফরহাদ হোসাইন বলেন, “আমি এস এম ফরহাদ হোসাইন, ঢাবির ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। ছাত্রশিবিরের এস এম ফরহাদের সঙ্গে আমার নামের মিল থাকায় অনেকে বিভ্রান্ত হচ্ছেন।” তিনি জানান, তারা দুজন ভিন্ন ব্যক্তি। উভয়ের পরিচয় আলাদা:
- এস এম ফরহাদ হোসাইন (ছাত্রলীগ): ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী, বাড়ি সাতক্ষীরা।
- এস এম ফরহাদ (ছাত্রশিবির): সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী, বাড়ি চট্টগ্রাম।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের ফরহাদ তার জুনিয়র এবং একই হলের ছাত্র। তিনি জানান যে, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক পোস্টে এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছিলেন।
ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা
ভিডিও বার্তায় ফরহাদ হোসাইন তার ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও পরিষ্কার করেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রলীগের প্যাডে যে ফরহাদকে সহসভাপতি হিসেবে দেখানো হচ্ছে, সেটি আমি।” তিনি জানান, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করে আন্দোলনে যোগ দেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ও সরকার বিরোধী মিছিলে অংশ নেন।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের ফরহাদের বিরুদ্ধে রিট হওয়ার বিষয়টি উল্লেখ করে ফরহাদ হোসাইন বলেন, যেকোনো ব্যক্তি রিট করতে পারে। তবে, সেই রিটকে কেন্দ্র করে তাকে এবং শিবিরের ফরহাদকে গুলিয়ে ফেলা ঠিক নয়। তিনি আরও বলেন, “আমি ব্যক্তি ফরহাদ আর ওই ফরহাদ এক নই। এটাই আসল কথা।”
সবশেষে, তিনি ডাকসু নির্বাচনে তার হল থেকে ভিপি প্রার্থী আবিদ এবং তার বন্ধু সাদিকসহ সব প্রার্থীর জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, ছাত্ররা সত্য ও ন্যায়ের পক্ষে যাকে মনে করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তার হাতেই অর্পণ করবে।