মালয়েশিয়ায় IAIS-এর সিইওর সঙ্গে ছাত্রশিবির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় IAIS-এর সিইওর সঙ্গে ছাত্রশিবির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

কুয়ালালামপুর, মালয়েশিয়া | মালয়েশিয়ায় অবস্থিত আন্তর্জাতিক উচ্চতর ইসলামী গবেষণা সংস্থা International Institute of Advanced Islamic Studies, Malaysia (IAIS)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দ আজমান সৈয়দ আহমাদ নাওয়াবি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সাক্ষাৎকালে তাঁরা আধুনিক বিশ্বে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ, ইসলামী চিন্তার উন্নয়ন, এবং গবেষণার মাধ্যমে মুসলিম যুব সমাজকে জ্ঞানের জগতে সম্পৃক্ত করার কৌশল নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

বিশেষভাবে আলোচনা হয়—IAIS-এর বহুমাত্রিক গবেষণা কার্যক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ, এবং বাংলাদেশে ইসলামী গবেষণাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে IAIS-এর সম্ভাব্য ভূমিকা নিয়ে।


এ সময় উপস্থিত ছিলেন IAIS-এর ডেপুটি সিইও ও হেড অব রিসার্চ, প্রতিষ্ঠানের অন্যান্য গবেষকবৃন্দ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সাইফুল্লাহ মানছুর এবং বর্তমান আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ শাহেদী প্রমুখ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে উপহার বিনিময় হয় এবং জ্ঞান ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *