
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের জুলাই প্রদর্শনীকে কেন্দ্র করে বামপন্থি ছাত্র সংগঠন ও শিবির কর্মীদের মধ্যে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। জামায়াত ও বিএনপি নেতাদের ছবি সরানোর পর টিএসসির প্রবেশ মুখে বামপন্থীরা বিক্ষোভ শুরু করে, যা পরবর্তীতে শিবির কর্মীদের বামপন্থীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভে রূপ নেয়।
বামপন্থীরা ‘২৪ এর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘৭১ হারে নাই, হেরে গেছে স্বৈরাচার’
টিএসসিতে স্লোগান চলছে, “জামাত মানেই পাকিস্তানী- তুমিও জানো, আমিও জানি”,শিবির মানেই পাকিস্তানী- তুমিও জানো, আমিও জানি’ প্রভৃতি স্লোগান দেন।
পাল্টা বিক্ষোভে শিবির কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘শাহবাগীদের আস্তানা ভেঙে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে বলেন, “যার যার রাজনৈতিক কথা, সে সেটা বলবেই। এতে বাধা দেওয়ার কিছু নেই।” তিনি শিবির নেতাকর্মীদের টিএসসির বাইরে অবস্থান করার জন্য অনুরোধ জানান।
এদিকে, শিবিরের প্রোগ্রাম সংক্ষিপ্ত করার দাবিতে ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম শিবির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। শিবির কর্মীরা অভিযোগ করেন, তিনি শিবিরের প্রোগ্রাম বন্ধ করার পাঁয়তারা করছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে রাত সাড়ে ৯টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাবি ছাত্রশিবির।