“চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ, মিটফোর্ডে খুনের ঘটনার নিন্দা”

"চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ, মিটফোর্ডে খুনের ঘটনার নিন্দা"

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার (১২ জুলাই) ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে মিটফোর্ড হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগেই সন্ত্রাস, ধর্ষণ ও খুনের মতো অপরাধে লিপ্ত হয়েছে। তারা নিজের দলের কর্মীদেরই নিরাপত্তা দিতে পারছে না, অথচ দেশ পরিচালনার দাবি করছে।

শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা ব্যাহত করতে এখন আবার প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। আমরা আইয়ামে জাহিলিয়াতের মতো কায়দায় পাথর দিয়ে মানুষ হত্যা হতে দেখেছি।”

শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমার ভাইকে হত্যা করে আমাদের দমন করা যাবে না। তারা দোকান, ঘাট, বাজার—সব জায়গায় চাঁদাবাজি করছে। জনগণ এদেরকেও যেমন ত্যাগ করেছে, ভবিষ্যতে আরও কঠোরভাবে রুখে দেবে।”

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবে একটি ফ্যাসিস্ট শক্তির পতন হলেও, আমরা দেখতে পাচ্ছি নতুন করে জাতীয়তাবাদী সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। ছাত্র জনতা রাস্তায় নামলে এর জবাব দেবে।”

বিক্ষোভে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও ঢাকা মহানগর পূর্বের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *