
ছাত্র-জনতার আন্দোলনের পরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন হয় ঢাকার মানুষ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন, তখন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও আনন্দ উদযাপনে অংশ নেন। রিকশায় করে তিনি শহরজুড়ে ঘুরেছেন এবং তখন থেকেই তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
সম্প্রতি ফেসবুকে বাঁধন একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শেখ হাসিনার সঙ্গে তার হাসি মাখা মুহূর্তটি ধরা পড়েছে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুকে ছবি শেয়ার করে লিখেছেন,
“এই ছবিটি? এটা সেই সময়ের যখন আমি তাকে বলেছিলাম, মানুষ ভেবেছিল আমরা একই রঙের পোশাক পরিকল্পনা করে পরেছি । সে হেসেছিল। তখনকার সময় আমি সেই হাসিটা পছন্দ করতাম—এটি খুবই প্রকৃত মনে হয়েছিল। সেই মুহূর্তে, সে আমাদের একজনের মতো মনে হচ্ছিল।
তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছে: এক রাতেই সে তার পুরো পরিবার হারিয়েছে, একজন উদ্বাস্তু হিসেবে জীবনযাপন করেছে, এবং সেই দেশে ফিরে এসেছে যা তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস বিরল। তবে সময়ের সঙ্গে আমি দেখেছি, ক্ষমতা কখনও কাউকে বদলে দিতে পারে।
একটি মজার কথা — তার সঙ্গে হেসেছি মানে আমি পরবর্তী প্রধানমন্ত্রী হবো, তা নয়! আমার প্রিয় আওয়ামী লীগ (BAL) সদস্যরা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি বলি—আমি বোধগম্যভাবে বলি! আমি আমার দেশের মানুষের পাশে দাঁড়াই! তোমরা কেন আমাকে নিয়ে এত ভাবো? আমি জানি হয়তো তোমরা আর রাজনীতিতে ফিরবে না, তবে এখনও মানুষের মতো আচরণ করা সম্ভব।
যে বিভাগ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দায়িত্বে আছে, তাদের জিজ্ঞেস করো, ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী দিয়েছে। যে পৃথিবীতে অনেক মানুষ অমানুষ হয়ে গেছে, সেখানে মানবিক হওয়া কঠিন—তবুও চেষ্টা করা যায়। একজন প্রকৃত নেতা হও। মানুষ হও।
সমালোচনার উত্তরে বাঁধন বলেন , আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করা হয়েছে? দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। আপনারা অর্থহীন কাজ নিয়ে এগিয়ে যান ! আপনারা জিতেছেন—অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন?’