
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক নন। স্বাধীনতার সময়ে তার ভূমিকা স্বীকার করি, তবে তার শাসনামলে দেশের জনগণের ওপর যে ন্যায্যহীনতা ঘটেছে, তা আমরা ভুলতে পারি না।”
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশ অনেকটাই ভারতের প্রভাবিত রাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭২ সালে সে সময়ের সংবিধান জনবিরোধী ছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, “মুজিব ও মুক্তিযুদ্ধের নামে গড়ে ওঠা মুজিববাদ একটি ফ্যাসিস্ট ধারার রাজনৈতিক আদর্শ। এতে জোরপূর্বক গুম, হত্যা, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন এবং সংখ্যালঘুদের ওপর অবিচারকে প্রণোদনা দেওয়া হয়।”
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের শাসনামলে নাগরিকদের অধিকার হরণ ও বিভাজন তৈরি করা হয়েছে। তিনি যোগ করেন, “জাতির পিতা উপাধি কোনো ব্যক্তির মালিকানা নয়; এটি রাষ্ট্রকে সীমিত করার এবং রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।”
তিনি আরও বলেন, দেশের নাগরিকরা সমান অধিকারভোগী এবং কোনো এক ব্যক্তি বা দল এটি নির্ধারণ করতে পারবে না। নাহিদ ইসলাম জনগণকে সচেতন হতে আহ্বান জানিয়ে বলেন, মুজিববাদের ফ্যাসিস্ট বৈশিষ্ট্য পরাজিত করতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আদর্শিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যাতে সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।