বঙ্গবীর কাদের সিদ্দিকী: শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক নয়

বঙ্গবীর কাদের সিদ্দিকী: শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক নয়

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন, বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের পতন নয়। এই বিষয়গুলো অনেকেই বুঝতে চাইছেন না। সোমবার বিকেলে টাঙ্গাইলের নিজ বাসভবন সোনার বাংলাতে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “যারা ২০২৪ সালে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষ আর এগিয়ে আসবে না। এটাই আমার biggest ভয়।” তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি এলে তিনি নিজের বাড়ি ধ্বংস হতে দিতেও রাজি এবং ৮০ বছর বয়সে জীবনের ইতি টানলেও তিনি খুশি হবেন।

বাসাইলের একটি ঘটনা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, “আমরা সেখানে মুক্তিযোদ্ধাদের মিটিং করতে চেয়েছিলাম, কিন্তু ১৪৪ ধারা জারি করা হয়। এটা কি সেই দেশ, যে দেশ মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছেন? এখন এমন এক দেশে বাস করছি, যেখানে মুক্তিযোদ্ধাদের মিটিং করতেও বাধা দেওয়া হয়!”

পুলিশি বাধা প্রসঙ্গে তিনি বলেন, “আমি তো পুলিশ দেখি না। যখন আমার বাড়ি ভাঙচুর হলো, তখন কোনো পুলিশ ছিল না। অথচ এখন দেখেন কত পুলিশ এসেছে! আমি আইনগত বাধা মানতে রাজি, কিন্তু বেআইনি বাধা কখনও মানি না।” তিনি জানান, গতকাল তার বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *