‘শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী হয়তো আমিই ’: নাহিদ ইসলাম

‘শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী হয়তো আমিই ’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় হয়তো তিনিই শেষ সাক্ষী। মঙ্গলবার তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু এই একটি মামলাই নয়, সারাদেশে সংঘটিত গণহত্যা, নির্যাতন, গুম ও খুনের বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলমান থাকবে। তাই এই বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন জুলাই গণহত্যার বিচার চলমান রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মামলাটি দ্রুত রায়ের দিকে যাচ্ছে। তবে বাকি মামলাগুলোকেও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হয়, সে বিষয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি আরও বলেন, এই মামলার রায় হয়ে গেলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তাই কূটনৈতিক ও রাজনৈতিকভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে দ্রুত এগোতে হবে।

আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে, যিনি এই মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। তার উপস্থিতিতেই ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আসামি মাহমুদুর রহমানের আইনজীবীর জেরা শেষ না হলে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *