
বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নে নদীভাঙনের বিপর্যস্ত এলাকাগুলো পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। শনিবার (২১ জুন) বিকেলে তিনি কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের সমস্যার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। লুটপাট আর দুর্নীতির কারণে উন্নয়ন বঞ্চিত এই অঞ্চল আজ নদীভাঙনের করুণ চিত্রে পরিণত হয়েছে।”
রহমতুল্লাহ বলেন, “এই ভাঙন যদি এখনই রোধ না করা যায়, তাহলে শত শত পরিবার ঘরহারা হবে, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা বিলীন হয়ে যাবে। তাই পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি অনুরোধ—তৎক্ষণাৎ অস্থায়ী ব্যবস্থা নেওয়া হোক এবং পরিদর্শনে আসা হোক।”
তিনি আরও বলেন, “এই সমস্যার স্থায়ী সমাধান একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই দিতে পারে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নদীভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্প নেওয়া হবে। বরিশাল সদরসহ আশপাশের সব সমস্যার সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
পরিদর্শনে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির নেতা হেমায়েত হোসেন মুরাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের আসিফ আল মামুন ও আশিক ইসলাম মুন্নাসহ আরও অনেকে।
মানববন্ধন, সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়কালে এলাকাবাসী তাদের আশঙ্কা ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।