
রোগীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়, নোংরা পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে, ১১ সেপ্টেম্বর চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল ছদ্মবেশে হাসপাতালে অভিযান শুরু করে। তারা সরাসরি রোগীদের সঙ্গে কথা বলে সেবা প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এ সময় রোগীরা হাসপাতালের নোংরা পরিবেশ এবং অস্বাস্থ্যকর শৌচাগার নিয়ে অভিযোগ করেন। রোগীরা আরও জানান যে, গত দুই দিন ধরে তাদের মানসম্মত খাবার দেওয়া হচ্ছে না।
একই সাথে, বহির্বিভাগের টিকিট কাউন্টারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে— এমন ঘটনা দুদকের দলের চোখে ধরা পড়ে। অভিযান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক টিম কমিশন বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।