
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের তৎপরতায় একটি বড় চোরাচালান চেষ্টার পরিকল্পনা ব্যর্থ হয়। দুপুর আনুমানিক ১টার দিকে এক চীনা নারী যাত্রীর সন্দেহজনক আচরণ নজরে আসে কর্তব্যরত আনসার সদস্যদের।
বিমানবন্দরের হেভি লাগেজ পয়েন্টে ডিউটিতে থাকা পিসি মো. রবিউল ইসলাম প্রথমে ওই যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। যাত্রীটি দ্রুত গতিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলে, তিনি নারী আনসার সদস্য মোছা: শাহানাজ বেগমের সহায়তায় অনুসরণ করেন এবং তাকে নিরাপদভাবে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তল্লাশির মাধ্যমে ওই নারীর ব্যাগ ও শরীর থেকে চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা মোট ৭৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক চীনা নাগরিকের নাম Xuhui Zhong এবং তার পাসপোর্ট নম্বর EP2320166। নিয়ম অনুসারে এভসেক (AVSEC)-এর উপস্থিতিতে তাকে ও উদ্ধারকৃত পণ্যসমূহকে কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার সদস্যরা অত্যন্ত সজাগ, দক্ষ ও দায়িত্বশীল। চোরাচালান প্রতিরোধে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।