
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—মো. মোক্তার সরদার (২৮), অহিদুল ইসলাম অপু (২২) ও মো. সাকিব (২১)।
আজ বিকাল আনুমানিক ৩টার দিকে শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ ৮০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশেই তারা শাহজাহানপুরে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।