
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও জঘন্য ঘটনা। ১ দিন ধরে নিখোঁজ ছিল ১০ বছরের শিশু ময়মুনা আক্তার ময়না, যার বাবা প্রবাসে থাকেন। শেষ পর্যন্ত শুক্রবার (৫ জুলাই) মাগরিবের নামাজের আগে মেয়েটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় মসজিদের দ্বিতীয় তলা থেকে।
স্থানীয়রা জানান, মেয়েটিকে ১ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে চন্দু মিয়া পাড়ার মসজিদের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এলাকাবাসীর দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েটির শরীরে আঘাত ও রক্তাক্ত চিহ্ন থাকায় এলাকাবাসী চরম ক্ষোভে ফেটে পড়ে। শাহবাজপুরের মত একটি শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
একজন বিক্ষুব্ধ স্থানীয় বলেন:
“এমন দিন দেখতে হবে আমরা কখনো কল্পনাও করিনি। সমাজে এখন নেশাখোর আর বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা বেড়ে গেছে। সবাই নিজের সন্তানদের আরও বেশি চোখে চোখে রাখুন।”
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানান,
“এই নির্মম ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় শোকাহত পরিবার ও পুরো গ্রাম আজ স্তব্ধ ও শোকাবহ।।