
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীয়ের জাতীয় সমাবেশে দলের আমির শফিকুর রহমান সমাপনী বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঞ্চে পড়ার পর নেতা-কর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও কিছুক্ষণ পর পুনরায় অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। পরে বসেই মাইকে নিজের বক্তব্য শেষ করেন।
বিকেল সোয়া পাঁচটার দিকে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে দলের বিভিন্ন শীর্ষ নেতার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পর বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। জামায়াত দুর্নীতিমুক্ত সমাজ গড়বে…’ এ কথা বলার সময় তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর নেতাদের সহায়তায় উঠে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব…’ কিন্তু বেশিক্ষণ কথা বলতে না পারেই আবারও বসে পড়েন।
জামায়াতের আমির বসলেও মাইকে বক্তৃতা চালিয়ে যান। তিনি বলেন, ‘আল্লাহ যতদিন আমাকে জীবিত রাখবেন, মানুষের জন্য লড়াই চালিয়ে যাব। জামায়াত থেকে নির্বাচিত হলে কেউ চাঁদা নিবে না, দুর্নীতি করবে না, সরকারি সম্পদ সঠিকভাবে ব্যবহার করবে।’ তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সঙ্গে আমরা আছি।’
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আমার মৃত্যু আল্লাহ-নির্ধারিত সময়েই হবে, এক সেকেন্ড আগে বা পরে নয়।’ সমাবেশ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে আমির সাময়িক অসুস্থ হয়েছেন, কিন্তু আল্লাহর তৌফিকেই তিনি বক্তব্য শেষ করতে পেরেছেন।’
সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি (পিআর)সহ সাত দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলাম। দুপুর ২টায় শুরু হয় মূল কর্মসূচি, যা আমিরের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
জামায়াত সূত্র জানায়, সমাবেশ শেষে অসুস্থ আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।