ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শফিকুল ইসলাম অপু ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তিনটি মামলা রয়েছে। এছাড়া, গত বছরের আগস্ট মাসে আন্দোলনরত ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলারও তিনি আসামি।

এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুর পর তিনি সভাপতি পদে দায়িত্ব পান।

One thought on “ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

  1. Hi,

    Your website is not ranking well on Google.

    I can help you in putting your website on the Google’s top-3 Rank and getting more customers Guaranteed.

    Would you like to me seo proposal your business site

    If you are interested, I can send you our strategies and pricing.

    Thank You,
    Nikita

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *