বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব হাসপাতালে গিয়ে শাদিদের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধিরা শাদিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উন্নত চিকিৎসার সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় শাদিদের মা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ না হওয়ার নিশ্চয়তা চান। প্রতিনিধিদল দুঃখ প্রকাশ করে জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পুলিশের উচ্চপর্যায় থেকে (ডিএমপি কমিশনার) দুঃখ প্রকাশ করা হয়েছে।

শাদিদের বাবা রংপুরের একটি কলেজের শিক্ষক এবং তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের উপস্থিতিতে প্রতিনিধিরা চিকিৎসা-সংক্রান্ত পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, শাদিদের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের মতে, পরবর্তী পঞ্চম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন তার সেলাইয়ের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আইসিইউতে স্থানান্তর প্রয়োজন কি না।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের অসন্তোষ নিরসনে গঠিত কমিটির প্রধান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পক্ষ থেকে শাদিদের পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রতিনিধিরা শাদিদের সহপাঠী ও প্রকৌশল অধিকার আন্দোলনের কয়েকজন সংগঠকের সঙ্গেও কথা বলেন। শাদিদের সহপাঠীরা স্নাতক প্রকৌশলীদের দাবির শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের বিষয়টি তাদের নজরে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *