অনিয়মের অভিযোগে সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

অনিয়মের অভিযোগে সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর সেতু বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংস্থার ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তদন্ত কমিটির প্রতিবেদনে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও নিয়মবহির্ভূত কার্যক্রমের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনের সুপারিশ অনুসারে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মাণাধীন ফ্ল্যাট ও অসমাপ্ত কাজের অগ্রগতি মূল্যায়নের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পুনর্বাসন এলাকায় নির্মিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বিয়াম স্কুলের মধ্যে হওয়া বিদ্যমান চুক্তি বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *