সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল
জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ – ছবি মোহাম্মদ উল্লাহ

মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি।

সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল রোজ রবিবার, তারিখ ০৯ মার্চ,২০২৫ইং সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ও আংশিক সোনাইমুড়ী উপজেলার গণমানুষের প্রিয় নেতা,নোয়াখালী জেলা জামায়াতের নায়েব আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহম্মদ সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সেনবাগ উপজেলা জামায়াতের আমীর, মাওলানা ইয়াছিন করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সেনবাগ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা আব্দুল মালেক।
সেনবাগ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন করিম মিয়াজি।

সঞ্চালক :সেনবাগ পৌরসভা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি কোরআনের রাষ্ট্র কায়েম চায়,কোরআনের আলোকে রাষ্ট্রের সকল অবকাঠামো পরিচালনা ও বিনির্মান করতে চান।তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন আপনারা চাইলে আগামীতে জামায়াতে ইসলামীর মাধ্যমে নতুন রাষ্ট্র পরিচালনা করতে চান।কোরআনের মধ্যে সব কিছু আছে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত।

সভাপতিত্ব করেন সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়িক হাজী বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন আমরাও কোরআনের রাষ্ট্র কায়েম চাই।কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই।মেহমানের অনুমতি ক্রমে সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *